।। মধুকৈটভবিধ্বংসি বিধাতৃবরদে নমঃ
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।।

স্বর্গে নাকি কৈলাশে?
কেমনে হবে তোর পুজো মা
মর্ত্য ভরা এই লাশে ।
তুই তো মেয়ে, মা নাকি তুই ?
তোর দুহাতে অস্ত্র কি ?
আমার মেয়ের শরীর থেকে,
লুট হয়ে যায় বস্ত্র কি ?
মাটির পুতুল কি হবে মা ?
দেশজুড়ে এই অন্ধকার
নজরুল, রামমোহন, বিদ্যাসাগর ;
পাচ্ছি কোথায় ছন্দ তার ।
তুইও কি মা জেগে আছিস
সাপের বিষে পদ্ম বেশ ,
রাজপথে ওই ঘুরছে অসুর
ধরছে মোড়ল ছদ্মবেশ ।
আমার মেয়ে খেলার পুতুল
লুট হয়ে যায় বিন্দাসে,
পোড়া দেশের অরণ্যে এই নেইতো ভাষার নিন্দাসে ।
বেওয়ারিশ ওই লাশের মতোই
আমার মেয়ে পুড়ছে আজ,
আকাশ- বাতাস , মহল্লাতে উড়ছে শকুন ধান্দাবাজ।
কাস্তেটা হোক খেলনা আমার
তীর ধনুক আর বর্শাতে ,
মায়ের দুচোখ কান্না ভরা
ভিজবো না এই বর্ষাতে ।
চাইনা আর শোকমিছিল-ও
বিষাক্ত হোক কীটনাশক ,
কীটগুলোরই কবর তো চাই
এবার খবর ধ্বংস হোক ।
তুই নাকি মা অস্ত্রধারী
ওইগুলোতে নেই কি ধার,
মৃত্যুভূমি স্বদেশ আমার
এই খেলা কি সভ্যতার ।
লাশের উপর লাশ জমে যায়
নারীজাতির কি এই সন্মান ?
মা দুর্গা তুই কেমন মা রে ?
নাই বাঁচালি যদি প্রাণ ।
এবার যদি তুই মর্ত্যে আসিস
মরতে যদি না চাস তুই ,
সঙ্গে রাখিস লঙ্কা গুঁড়ো
মিথ্যে ওসব পদ্ম জুঁই ।
What do you think?
It is nice to know your opinion. Leave a comment.