চিন্তাগুলোকে সব শুদ্ধ করো
মনুষত্বের পানে নিজেকে গড়ো
রক্ত খুনের বর্ম খুলে ফেলো, পরো ভালোবাসার বর্ম:
গলায় গলায় মিলনের রেখায় গড়ো মানবতার ধর্ম ।।
অন্যায়ে হয়ে উঠো সোচ্চার
জাগাও প্রাণে বিবেকের আধার
অন্যের বিপদে বাড়িয়ে চলো একটুখানি সাহায্যের হাত;
জোরালো করো মিলনের সুর, নাই বা ভাবলে জাত পাত ।।
টাকা টাকা খেলা ছাড়ো
‘স্ব’ – টাকেও কুপিয়ে মারো
‘আমরা-আমাদের’ – তুমি এসবের, এসবের হয়ে লড়বে:
একটু সৎভাবে ভেবো-তুমি চাইলেই, চাইলেই পারবে ।।
What do you think?
It is nice to know your opinion. Leave a comment.