সময়ের চাকা আজ বদলে গেছে, বদলে গেছে মানুষের রুটিন মাফিক হাঁপিয়ে চলা জীবন। মৃত্যুভয়ে মানুষ আজ ঘরমুখী,
রয়েছে তার অগাধ সময়। আজ নেই কোনো
ব্যস্ততা, নেই কোনো বাদুড় ঝোলা হয়ে অফিসের
তাড়া,নেই কোনো দায়িত্ব এড়ানোর অজুহাত। আজ সারা দেশ মিলেমিশে একাকার।
নেই কোনো জাত বিভেদের বেড়াজাল, নেই কোনো উচ্চনীচের ফারাক; আজ সে গৃহবন্দী।
আজ শোনা যায় না মন্দিরের শঙ্খধ্বনি, শোনা যায় না মসজিদের আজান, শোনা যায় না গীর্জার ঘন্টা; আজ সে নিয়ম হারানোর সুখ পথিক।
আজ ব্যস্ততার বুলি আওড়ানো মানুষ গুলিও নীরব, তাদের শির আজ দেশ ব্যাপি লকডাউনে ন্যস্ত। আজ তারা প্রাণসংশয়ের আশঙ্কায় চোখ রেখেছে সোশ্যাল মিডিয়ায় কিংবা সংবাদমাধ্যমে; সে আজ দেশমাতার শৃঙ্খলায় আবদ্ধ।
মহানগরীর পথঘাট আজ অপেক্ষারত সেই চেনা ছন্দকে দেখার জন্য, সেই ইঁদুর দৌড়, সেই দূষণের জাঁতাকল; আজ সে বিলাসী মুক্ত বিহঙ্গ তবুও সে এই নিয়ম হারানোর ছকে ক্লান্ত।
দম দেওয়া ঘড়িটা আজও ঘুরে চলেছে আপন খেয়ালে, কিন্তু হিসাবনিকাশী মানুষ গুলো আজ থমকে গেছে, থমকে গেছে তাদের সময় সাপলুডোর সিঁড়ির মাঝে।
মন আজ ঘরে থেকেও পড়ে আছে সামাজিকতায়, খাঁচায় বন্দী বিহঙ্গের মত তীব্র তার ছটপটানি।
দম বন্ধ হয়ে আসছে ঘরের খোলা জানালায় দাঁড়িয়ে। আসলে সে নিজেই জানে না সে কি চায়, কোনটা তার ভালোলাগা ভালোবাসা। – সে যে ক্লান্তিমাখা যান্ত্রিক জীবনকেই বেছে নিয়েছে, মাইলের পর মাইল ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় নিজেকে নিমজ্জিত করেছে আর সেটাই তার জীবনে ছন্দময় কবিতা, সুরময় গান।।
What do you think?
It is nice to know your opinion. Leave a comment.