বাতাসে আজ পুজোর আমেজ,আগমনীর সুর,পেঁজা তুলোর মেঘ আকাশেভাসছে বহুদূর। আজ সকল দুঃখ কষ্টবেদনার অবসান,দেবীপক্ষের সূচনায় তাইপাখির কলতান। ছেলে মেয়ে বাচ্চা বুড়োদিন গুনতে থাকে,হাটে-বাজারে কেনাকাটার ভীড়,রাস্তার বাঁকে বাঁকে। পুজোর আমেজ নিয়ে আসেমহালয়ার গান,ঢাকের শব্দে মন্ডপে হয়মায়ের আহবান। ষষ্ঠী থেকে দশমী অবধিমা মর্তে আসে,ধরাধামের সকলে তাইআনন্দেতে ভাসে।রাস্তায় মন্ডপেতে নামে মানুষের ঢল,আলোকসজ্জায়, ঢাকের শব্দে মন হয় বিহ্বল। দেবীপক্ষের পাঁচটি দিনআনন্দেতে কাটে,দশমীর