বাবা মা জন্ম দিয়েছেন তার জন্য তাদের কাছে চির কৃতজ্ঞ। তাই বলে তাদের জন্য নিজের ভবিষ্যত কেন নষ্ট করব.? তারা কি আমায় এই শর্তে পৃথিবীতে এনেছিলেন যে ভবিষ্যতে বুড়ো বয়সে তাদের সাথে থাকবো.? তাদের জন্য নিজের সুখ আল্লাদ বিসর্জন দেবো.? টাকা ইনকাম করে লোক রেখে দেবো দেখার জন্য তাদের আমাকেই কেন লাগবে.? এই ভাবনার উল্টো