বাতাসে আজ পুজোর আমেজ,
আগমনীর সুর,
পেঁজা তুলোর মেঘ আকাশে
ভাসছে বহুদূর।
আজ সকল দুঃখ কষ্ট
বেদনার অবসান,
দেবীপক্ষের সূচনায় তাই
পাখির কলতান।
ছেলে মেয়ে বাচ্চা বুড়ো
দিন গুনতে থাকে,
হাটে-বাজারে কেনাকাটার ভীড়,
রাস্তার বাঁকে বাঁকে।
পুজোর আমেজ নিয়ে আসে
মহালয়ার গান,
ঢাকের শব্দে মন্ডপে হয়
মায়ের আহবান।
ষষ্ঠী থেকে দশমী অবধি
মা মর্তে আসে,
ধরাধামের সকলে তাই
আনন্দেতে ভাসে।
রাস্তায় মন্ডপেতে নামে
মানুষের ঢল,
আলোকসজ্জায়, ঢাকের শব্দে
মন হয় বিহ্বল।
দেবীপক্ষের পাঁচটি দিন
আনন্দেতে কাটে,
দশমীর দিনেতে এসেমনে বিষাদ আঁটে ।
বিষর্জনের সাথে হয়
পুজোর সমাপ্তি,
নতুন বছর নতুন আশা
দূর্গা পূজার প্রাপ্তি।
What do you think?
It is nice to know your opinion. Leave a comment.