বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালায়াতে
কিংবা আশ্বিনের শারদপ্রাতে,
যখনই তোমার আগমন বার্তা কানে আসে,
মনে অজানা উল্লাসের মেঘ ভাসে।
সেই শরতের কাশ ফুলের দৃশ্য,
মনে দিয়ে যায় এক আনন্দময়ী স্পর্শ
আর বলে যায়-
মায়ের আগমনের আর নেই বেশি দেরি,
তাই তো চারিদিকে রঙিন মণ্ডপের ছড়াছড়ি।
রামধনুর সাত রঙ দিয়ে সজ্জিত
তোমার রূপ দেখে যেনো কামদেবও লজ্জিত
সেই রূপের দর্শনেই তো আজ এতো আয়োজন,
কারন প্রকৃত সৌন্দর্য্যের উদাহরণ তৈরিতে-
তোমাকেই প্রয়োজন ।
What do you think?
It is nice to know your opinion. Leave a comment.