সারা বছর প্রতীক্ষাতে থাকে মানুষ জনে, দুর্গাপুজোর পাঁচখানি দিন আসবে কতক্ষনে।
জীবন মানেই গতি জীবন মানেই চলা জীবন মানে নতুন আশা নতুন কিছু বলা।
নীল আকাশে মেঘের খেলা, নীল পদ্মের পাপড়ি মেলা
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালায়াতে কিংবা আশ্বিনের শারদপ্রাতে,
পুজো মানেই নদীর পাড়ে দোদুল হাওয়ায় কাশফুল, পুজো মানে, আকাশ-কানে ঝুমকো লতা, শারদ-মেঘের দুল।