নীল আকাশে মেঘের খেলা,
নীল পদ্মের পাপড়ি মেলা
ঢাকের কাঠি পড়লো ঢাকে
আগমনীর সুর সবারে ডাকে।
কাশফুলের তাই ছড়াছড়ি
মা আসছে বাপের বাড়ি
কার্তিক গণেশ বেজায় খুশি
আসবে তারা ডুবলে শশী
লক্ষী, সরস্বতী তাই সেজে গুঁজে
আসছে এবার ডাকের সাজে
শরৎ ডাকে দূর্গা মাকে মর্তে আসার জন্য
সেই কারণে তোমার কাছে মর্তবাসী যে ধন্য
মা যে আছেন সবার সাথে,
দিন-দুঃখীর ওই ঘরের মাঝে
মা গো সবার ভালো করো, ফেরাও সুমতি
ধর্মের পথে সব মানুষের থাকে যেন মতি
মা যে আমার সর্বজনীন,
তাই মা এর রূপ কখনো হয় না মলিন
মা দুর্গার আগমনে সব দুঃখ ঘুচে যাক
যে যেখানে আছে, সেখানে যেন ভালো থাক।
What do you think?
It is nice to know your opinion. Leave a comment.