বাবা মা জন্ম দিয়েছেন তার জন্য তাদের কাছে চির কৃতজ্ঞ। তাই বলে তাদের জন্য নিজের ভবিষ্যত কেন নষ্ট করব.? তারা কি আমায় এই শর্তে পৃথিবীতে এনেছিলেন যে ভবিষ্যতে বুড়ো বয়সে তাদের সাথে থাকবো.? তাদের জন্য নিজের সুখ আল্লাদ বিসর্জন দেবো.?
টাকা ইনকাম করে লোক রেখে দেবো দেখার জন্য তাদের আমাকেই কেন লাগবে.?
এই ভাবনার উল্টো স্রোতে আমি চলি।
তাদের প্রতি কোনরূপ কোন অসম্মান , অপমান আমি সহ্য করি না, মেনে নিতে পারি না। মনে রাখি সব।
আমার ভালো লাগে তাদের জন্য স্বপ্ন বাদ দিতে। আমার ভালো লাগে সুখ দুঃখ সবই তাদের সাথে ভাগ করে নিতে, তাদের অসময়ে তাদের সাথে দাঁড়াতে। আমার ভালো লাগে দিনের শেষে অনেকখানি সময় তাদের দিতে।
অনেকে চায় খোলা আকাশে উড়তে কিন্তু
আমার এই প্রিয়জনরা আমার জীবনে বটবৃক্ষের মতো ছায়া দেয়, তাই চেষ্টা করি যতদিন পারি এই ছায়ার তলায় থেকে বটবৃক্ষের যত্ন নিতে।
What do you think?
It is nice to know your opinion. Leave a comment.