জীবন মানেই গতি জীবন মানেই চলা
জীবন মানে নতুন আশা নতুন কিছু বলা।
জীবন মানে খাওয়া দাওয়া মস্ত ভুঁড়িভোজ
জীবন মানে পুরোনো স্মৃতি, নতুন কিছুর খোঁজ
জীবন মানে ব্যার্থতা, আছে সফলতা
জীবন মানে সংগ্রামে আছে জটিলতা
আছে বাধা আছে বিঘ্ন আছে বিপর্যয়
সবকিছু পিছনে ফেলে এগিয়ে যেতে হয়।
জীবন মানেই ভালোবাসা জীবন মানেই গড়া
জীবন মানেই দুঃখের মাঝে সুখ খুঁজে নেওয়া
সৎ ভাবে থাকো যদি না পেয়ে ভয়,
যেন একদিন হবেই হবে তোমারই জয়।
What do you think?
It is nice to know your opinion. Leave a comment.