জীবনের আকাশে উড়ে চলে নানা স্বপ্ন,
মন চায় কালের নিয়ম ভেঙে চলে যেতে বহুদূর।
তবু বাস্তবতা নামিয়ে আনে রাস্তায়,
রেখে যায় তার কঠোর হাতের দাগ।
সময় বয়ে যায় বাতাসের সাথে ভেসে,
স্মৃতিতে অম্লান রয়ে যায় বহু চাওয়া পাওয়া,
অগুনিত মানুষ আসে যায়, রেখে যায় নানা ছন্দ।
স্মৃতি-চিহ্ন রয়ে যায় এই চিরন্তন রঙ্গমঞ্চে,
ঠিক যেন স্টেশনে আসে ক্ষনিকের ট্রেন,
আবার চলে যায় রেখে তার চলে যাওয়ার শব্দ,
হয়তো নেই কোনো প্রয়োজন তবুও থাকে
তার অস্তিত্ব জানান দেওয়ার দরখাস্ত।
সবই এগিয়ে চলে এক অজানা সুতোর টানে,
ইচ্ছা অনিচ্ছার তর্ক এড়িয়ে নিয়ে যায় তার সমাপ্তিতে,
যেন সকল কিছুই ছিল আগে থেকে এমনই,
নয়তো কেনইবা থেকে যায় প্রতিবারের অপূর্নতা?
বয়ে নিয়ে আসে পরিবর্তনশীল কঠোর দাবি,
বাধ্য করে মেনে নিতে অবাঞ্ছিত বঞ্চনা ।
তবুও এই চিরন্তন ও নূতনের মিলনের মধ্যে
রয়ে যায় হৃদয়ে অব্যাক্ত অগনিত প্রশ্ন – উত্তর,
চলে যায় বিশ্বাস অবিশ্বাস প্রমানের চেষ্টা,
থেকে যায় অস্তিত্ব বজায়ের শেষ ইচ্ছা।
What do you think?
It is nice to know your opinion. Leave a comment.