বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালায়াতে কিংবা আশ্বিনের শারদপ্রাতে,
পুজো মানেই নদীর পাড়ে দোদুল হাওয়ায় কাশফুল, পুজো মানে, আকাশ-কানে ঝুমকো লতা, শারদ-মেঘের দুল।
ছোট্ট ব্যবসায়ী লক্ষীবাবু নতুন প্রজন্ম সংঘের পরিচালনায় ষষ্ঠীর দিনে "মায়ের কাছে খোলা চিঠি" অনুষ্ঠানের ফলাফল ঘোষনা করতে করতে হঠাৎই থেমে গেলেন।
চিন্তাগুলোকে সব শুদ্ধ করো মনুষত্বের পানে নিজেকে গড়ো
জয় জয় দেবী দূর্গা জয় মহিষাসুরমর্দিনী আগুনের মূর্তি শক্তির সঞ্চারিণী