সারা বছর প্রতীক্ষাতে থাকে মানুষ জনে,
দুর্গাপুজোর পাঁচখানি দিন আসবে কতক্ষনে।
নতুন জামা হবে কেনা সব কিছু কাজ ফেলে,
খুশি মনে দেখবে ঠাকুর প্যান্ডেলে প্যাঃন্ডেলে।
দূর্গা ঠাকুর ত্রিশূল হাতে সিংহ বাহন পরে,
মহিষাসুর করছে লড়াই খড়্গ হাতে ধরে।
ওঁ সাবর্ণি সূর্যাতনয়া যো মনু কথ্যতেস্টম
নিশাময় তদুৎপত্তিং বিস্তারদ গদতো মমঃ।।
সঙ্গে গনেশ সরস্বতী, লক্ষী ও কার্তিক,
ইঁদুর, পেঁচা, হাঁস ও ময়ূর থাকবে সাথে ঠিক।।
শাড়ি পড়া কলা বৌটি গণেশ দাদার পাশে
আশ্বিন মাস, শরৎকালে মাঠ ভরেছে কাশে।।
নিষ্ঠা ভরে হচ্ছে পুজো ঢাকের বাজনা সাথে
অঞ্জলিতে দিচ্ছে লোকে ফুলটি নিয়ে হাতে।।
মণ্ডপ ও সাজসজ্জা দেখেই লাগে তাক,
রাতের বেলায় আলোর মেলা করবে হতবাক।।
ষষ্ঠী এবং সপ্তমীতে চলছে ঘোরাঘুরি,
অষ্টমীতে ঠাকুর দেখার জন্য হুড়োহুড়ি।।
নবমীতে সন্ধিপুজো, ভাসান দশমীতে
শুভ বিজয়ার কোলাকুলি হবে সেরে নিতে।।
ঘোড়া হলো, খাওয়া হলো, হলো জামা শাড়ি,
পাঁচখানিদিন কেটে গেলো বড় তাড়াতাড়ি
দুর্গাপুজো হয়ে গেছে শেষ, মা ফিরছেন ঘরে,
থাকবে সবাই অপেক্ষাতে একটি বছর ধরে-
আসছে বছর আবার হবে সবার মনের আশা,
তোমার বিদায় তরে মাগো নেইকো মোর ভাষা।।
ওঁ জটাজুট সমাযুক্তাং মর্ধেন্দু কৃতশেখরাম্ |
লোচনত্রয় সংযুক্তাং পূর্ণেন্দু সদৃশাননাম্ ||
অতসী পুষ্প বর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাম্ |
নব যৌবন সম্পনাং সর্ব্বাভরণ ভূষিতাম্ ||
What do you think?
It is nice to know your opinion. Leave a comment.