কলমে-অজয় মন্ডল
পুজো মানেই
নদীর পাড়ে
দোদুল হাওয়ায় কাশফুল,
পুজো মানে,
আকাশ-কানে ঝুমকো লতা,
শারদ-মেঘের দুল।
পুজো মানে, শুনবো কখন ভোরবেলা ওই
“মহালয়া”র গান,
পুজো মানেই,
দেখবো কখন বিভোর হয়ে
“মায়ের চক্ষুদান “..
পুজো মানে,
বাঁশ সেজেছে প্যান্ডেলের ওই ,
চারদিকেতে খোলা,
পুজো মানেই
প্যান্ডেলের ওই বাঁশ ধরে সেই
মনের সুখে ঝোলা।
পুজো মানে,
পড়লো মাটি কাঠামোতে,
মায়ের মূর্তি গড়া,
পুজো মানেই
মায়ের মুখ বসলো সেথায়,
মধুর হাসি ভরা।
পুজো মানে,
কারোও কোনো নেই বকুনি,
সারাটি দিন খেলা,
পুজো মানেই,
থাক না পড়ে লেখাপড়া,
ভাসাই সুখের ভেলা।
পুজো মানেই ,
নতুন শাড়ি নতুন জামা,
নতুন মনের নতুন আশা,
পুজো মানেই
ফেলে আশা বিবর্ণ দিন
নতুন করে ভালোবাসা।
পুজো মানে
ঢাক বাজে ওই পঞ্চমীতে,
বাজলো বুকের মাঝ,
পুজো মানেই
ষষ্ঠিতে ওই বোধন বশে,
মনটা বলে নাচ।
পুজো মানে,
নেই তুলনা সপ্তমীতে,
মায়ের মধুর হাসি,
পুজো মানেই
অষ্টমীতে মা অপরূপ,
সবার দুঃখ নাশি।
পুজো মানে,
উথলে পড়ে নবমীতে,
আনন্দেরই ঢল,
পুজো মানেই
দশমীতে বিসর্জনে,
চক্ষু ছল ছল।
পুজো মানে
“শুভ বিজয়ের সিঁদুর” দিয়ে
সাজায় মাকে সবে,
পুজো মানেই
চোখের জলে বলছি সবাই
“আসছে বছর আবার হবে”।
What do you think?
It is nice to know your opinion. Leave a comment.