স্বপ্ন উজান মেঘের কোলে শান্ত সকালবেলা, পরছে মনে হারানো সুরে আমার ছেলেবেলা। ‘মেঘের কোলে রোদ হেঁসেছে বাদল গেছে টুটি'; পরছে মনে দল বেঁধে সেই পূজার ছুটো-ছুটি।
সময়ের চাকা আজ বদলে গেছে, বদলে গেছে মানুষের রুটিন মাফিক হাঁপিয়ে চলা জীবন। মৃত্যুভয়ে মানুষ আজ ঘরমুখী,